সেবাদাতা এক কুকুর তার অসাধারণ প্রজ্ঞার প্রমাণ দিয়েছে। সে তার মালিকের শারীরিক বিপদ বুঝতে পেরে দ্রুত সহায়তা করেছে। কুকুরটির নাম বেইলি। পাঁচ বছর বয়সী এটি একটি অস্ট্রেলিয়ান শেফার্ড। মালিকের শারীরিক অবস্থার পরিবর্তন বুঝে সে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।
তার মালিক পোস্টুরাল অরথোস্ট্যাটিক টাকিকার্ডিয়া সিনড্রোম (POTS)-এ ভুগছিলেন, যা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হৃদস্পন্দনের অস্বাভাবিক বৃদ্ধি ঘটিয়ে মাথা ঘোরা, দুর্বলতা এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে। মালিকের আসন্ন অসুস্থতা বুঝতে পেরে বেইলি দ্রুত এগিয়ে আসে এবং তাকে রক্ষা করে।
একটি ভিডিওতে ঘটনা ধরা পড়েছে। ভিডিওর শুরুতেই লেখা ছিল-‘আমার কুকুর আমাকে বিপজ্জনকভাবে অজ্ঞান হয়ে পড়া থেকে রক্ষা করেছে।’
ভিডিওতে দেখা যায়, এক নারী রান্নাঘরে কাজ করছিলেন, তখন হঠাৎ বেইলি তার দিকে এগিয়ে আসে। কুকুরটি তার অবস্থার পরিবর্তন অনুভব করেই যেন সতর্কবার্তা দিচ্ছিল। ভিডিওতে লেখা ছিল: ‘মা, কিছু একটা ঠিক নেই। তোমার হৃদস্পন্দন খুব দ্রুত হচ্ছে, অনিয়মিত মনে হচ্ছে। আমি তোমার শরীরের পরিবর্তন অনুভব করতে পারছি। মা, থামো! দয়া করে বসে পড়ো।’
মালিক দ্রুত চেয়ারে বসেন, আর বেইলি সঙ্গে সঙ্গেই তাকে স্বান্ত্বনা দিতে কাছে এসে জড়িয়ে ধরে। এরপর সে দৌড়ে ফ্রিজের কাছে যায়, পানি নিয়ে আসে এবং মালিককে দেয়। ভিডিওতে বেইলির ভাবনাগুলো ফুটিয়ে তোলা হয় এভাবে-আমি এখানেই আছি। জানি, এটা ভয়ংকর মুহূর্ত। আমি তোমার যত্ন নিচ্ছি। তোমার ওষুধ খেতে পানি লাগবে। বেইলি এরপর মালিকের ওষুধ খুঁজতে যায় ‘আমি তোমার ওষুধ খুঁজে পাচ্ছি না, আমাকে দ্রুত খুঁজতে হবে। ওহ, পেয়ে গেছি!’—বলে সে ওষুধ নিয়ে আসে এবং মালিকের পাশে বসে থাকে।
যখন মালিকের শারীরিক অবস্থা আরও খারাপ হয়, তখন বেইলি তাকে শুয়ে পড়তে ও স্বাভাবিক শ্বাস নিতে নির্দেশ দেয়। ‘আরও খারাপ হচ্ছে। আমি এখানেই আছি, কিন্তু তোমাকে শুয়ে পড়তে হবে। শুধু শ্বাস নাও। আমি কোথাও যাচ্ছি না, তুমি নিরাপদ আছো।’ তার মালিক ভিডিওটির ক্যাপশনে লেখেন, ‘আমি ভীষণ খুশি যে বেইলি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেছে এবং সারা দিন আমার পাশে ছিল।’
বেইলির দ্রুত প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের আবেগপ্রবণ করে তুলেছে। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘কুকুররা অসাধারণ প্রাণী। আমাদের কুকুরদের পাওয়ার যোগ্যতা নেই।’ আরেকজন লেখেন, ‘আমার কোনো পোষা প্রাণী নেই, কিন্তু এই ভিডিওটি দেখে আমার চোখে পানি চলে এসেছে। এখন আমারও একটি কুকুর চাই।’ একটি মন্তব্যে লেখা ছিল, ‘কুকুররা ডানা ছাড়া ফেরেশতা।’ একজন লিখেছেন ‘কুকুররা সত্যিই বুদ্ধিমান।’
বিডিপ্রতিদিন/কবিরুল