ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আওয়ামী লীগের দোসরদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। অভিযুক্তদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা। গতকাল বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এতে সংগঠনটির শতাধিক নেতা-কর্মী অংশ নেন। এদিকে একই দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিং ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী। তারা বেলা দেড়টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন।
প্রসঙ্গত, গত ১৭ জুলাই বিকাল পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আবদুল্লাহর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ৩ আগস্ট প্রাপ্ত ভিসেরা রিপোর্টে সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়। এরপর সাজিদের পিতার মামলায় মৌখিক নির্দেশে তদন্ত করছে সিআইডি। তবে এখনো খুনিকে চিহ্নিত করতে না পারাই ক্ষোভ বাড়ছে সবার মধ্যে।
গঠনতন্ত্র প্রণয়নে কমিটি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ (ইকসু) নির্বাচনের গঠনতন্ত্র ও সংবিধি প্রণয়নের জন্য কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে যত দ্রুত সম্ভব ইকসুর গঠনতন্ত্র বা সংবিধি প্রণয়ন করে জমা দিতে বলা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়। ১১ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান এবং সদস্যসচিব আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান।