ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, দীর্ঘদিন পর দেশে একটি সুন্দর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন। সমগ্র পুলিশ বাহিনীর মর্যাদা রক্ষায় আমাদের একটি সুন্দর নির্বাচন উপহার দিতে হবে।
গতকাল রাজধানীর রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে। এটি শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নয়, গোটা দেশের জন্য মর্যাদার বিষয়। সভায় জুলাই মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি উপস্থাপন করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। প্রতিবেদনে দেখা গেছে, চলতি মাসে বেশ কিছু অপরাধ প্রবণতায় নিয়ন্ত্রণ এলেও সাইবার অপরাধ, মোটরসাইকেল-ভিত্তিক ছিনতাই ও মাদকসংক্রান্ত মামলার হার তুলনামূলক বেড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় নির্দিষ্ট কৌশল বাস্তবায়নের সিদ্ধান্ত হয় সভায়। অনুষ্ঠানে মাসব্যাপী জননিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন ডিএমপি কমিশনার। সভায় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা।