অভিযান চালিয়ে বিষাক্ত মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে কুয়েত। গ্রেফতারকৃতদের মধ্যে সন্দেহভাজন মূলহোতাও রয়েছেন। তারা সবাই এশিয়ার নাগরিক।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশটিতে ভেজাল মদ পানে বুধবার থেকে ৬৩ জন অসুস্থ হয়েছেন।
এ ঘটনার পরই নড়েচড়ে বসে কুয়েতি কর্তৃপক্ষ। অভিযান চালিয়ে একটি অপরাধমূলক নেটওয়ার্কের সাথে জড়িত বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করে, যারা বিষাক্ত পদার্থ মিথানল তৈরি এবং বিতরণ করতেন বলে জানা গেছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে মাঠ পর্যায়ে তদন্তের পর সালমিয়া এলাকায় একজন এশিয়ান সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়, যার কাছে প্রচুর পরিমাণে মিথানল ছিল। ওই ব্যক্তি জানান, কীভাবে এই বিষাক্ত মিথানল তৈরি ও বিক্রি করা হয়।
কুয়েতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, অধিকতর তদন্তের পর বিষাক্ত ওই পদার্থ বিক্রিতে জড়িত আরও দুই এশিয়ান সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়, পাশাপাশি অপরাধী নেটওয়ার্কের সাথে জড়িত প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তিনিও একজন এশিয়ান।
প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতজুড়ে পরিচালিত নিরাপত্তা অভিযানে স্থানীয় অ্যালকোহলযুক্ত পদার্থ তৈরিতে জড়িত ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অবৈধ উৎপাদনের জন্য চিহ্নিত ছয়টি কারখানা এবং আবাসিক ও শিল্প এলাকায় পরিচালিত চারটি কারখানা সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে অভিযানের সময় বিভিন্ন মামলায় ওয়ান্টেড ৩৪ জন ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষাক্ত পদার্থগুলো অত্যন্ত ক্ষতিকারক এবং তাৎক্ষণিক মৃত্যুর কারণ হতে পারে। কুয়েতি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, যারা দেশের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে অথবা মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দেয়, তাদের প্রতি কোনও ধরনের সহনশীলতা দেখানো হবে না। সূত্র: খালিজ টাইমস
বিডি প্রতিদিন/একেএ