চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে আছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই থেকে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন থেকে ৬ হাজার ২৪৪ কোটি টাকা পেয়েছে, যেখানে গত বছর একই সময়ে ছিল ৬ হাজার ৩৪২ কোটি টাকা। তবে, এই সময়ে আয়কর রিটার্ন দাখিল ৪ দশমিক ১১ শতাংশ বেড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর সদস্য (বোর্ড প্রশাসন) জি এম আবুল কালাম কায়কোবাদ বলেন, আয়কর রিটার্ন থেকে কর সংগ্রহ হ্রাস পেলেও এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কর রিটার্ন জমার হার সন্তোষজনকভাবে বেড়েছে। কিছু করদাতা অনলাইনে শূন্য আয় দেখিয়েছেন, অন্যদিকে দুর্নীতিবিরোধী অভিযানের কারণে বিত্তশালী অংশের কর আদায় কমেছে। আমরা পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখব। আয়কর কর্মকর্তা জানান, প্রতি বছর প্রায় ৬০-৭০ শতাংশ ব্যক্তিগত করদাতা শূন্য আয় দেখিয়ে রিটার্ন জমা দেন। এনবিআর ব্যক্তিগত করদাতাদের কাছ থেকে নামমাত্র কর রাজস্ব পায়। বেশির ভাগ প্রত্যক্ষ কর আসে করপোরেট করদাতাদের আগাম পরিশোধিত কর থেকে। কর্মকর্তারা জানান, জাতীয় রাজস্ব বোর্ড ব্যক্তিগত করদাতাদের কাছ থেকে খুবই কম পরিমাণ রাজস্ব পায়। বেশির ভাগ প্রত্যক্ষ কর আসে করপোরেট করদাতাদের দেওয়া অগ্রিম কর থেকে। এ বছর কোম্পানি ও ব্যক্তিগত পর্যায়ে মোট ৩ দশমিক ৯ মিলিয়ন কর রিটার্ন জমা পড়েছে, যা গত বছরের ৩ দশমিক ৮ মিলিয়নের তুলনায় বেশি। এর মধ্যে ৩ দশমিক ৯ মিলিয়ন রিটার্ন ব্যক্তি করদাতাদের এবং ১৩ হাজার ৬৬টি কোম্পানির। চলতি বছর ডিজিটালাইজেশন প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে ৩৫ শতাংশেরও বেশি ব্যক্তিগত করদাতা অনলাইনে কর রিটার্ন জমা দিয়েছেন। ধীরে ধীরে ব্যক্তি ও করপোরেট করদাতাদের জন্য অনলাইন কর রিটার্ন ব্যবস্থা আরও সম্প্রসারিত হবে। প্রথমবারের মতো এনবিআর কিছু বেতনভুক করদাতাদের জন্য অনলাইন কর রিটার্ন বাধ্যতামূলক করেছে, যার মধ্যে সরকারি কর্মকর্তা, ব্যাংকার এবং কিছু বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মীরা অন্তর্ভুক্ত। ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এনবিআর সরকারের বার্ষিক জাতীয় বাজেটের মাধ্যমে নির্ধারিত কর লক্ষ্যমাত্রার তুলনায় ৫৭৭ দশমিক ২৪ বিলিয়ন টাকা ঘাটতির সম্মুখীন হয়েছে। এমনকি অর্থবছরের প্রথমার্ধে দেশীয় রাজস্ব সংগ্রহও আগের বছরের একই সময়ের তুলনায় কম ছিল। এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রতিটি মাসেই কর রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি নেতিবাচক ধারায় ছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, এনবিআর এই সময়ে ২ লাখ ১৪ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ১ লাখ ৫৬ হাজার কোটি টাকার রাজস্ব সংগ্রহ করেছে। আয়কর, শুল্ক ও ভ্যাট সংগ্রহের লক্ষ্যমাত্রার তুলনায় যথাক্রমে ৩১ দশমিক ৪৩ শতাংশ, ২০ দশমিক ৭৮ শতাংশ এবং ২৭ দশমিক ৭০ শতাংশ পিছিয়ে রয়েছে। এ ছাড়াও এনবিআর অর্থবছরের প্রথমার্ধে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৪৫ শতাংশ কম ভ্যাট আদায় করেছে। দেশে করের আওতা বাড়াতে সরকারের নানান প্রচেষ্টা সত্ত্বেও আশঙ্কাজনক হারে ৬৫ শতাংশ যোগ্য করদাতা নির্ধারিত সময়ে রিটার্ন দেননি। অর্থাৎ প্রতি তিন করদাতার মধ্যে এখনো দুজনের আয়কর রিটার্ন জমা পড়েনি। রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য বলছে, গত ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১ কোটি ১৪ লাখ টিআইএনধারী করদাতার মধ্যে ১৩ হাজার ৬৬ প্রতিষ্ঠানসহ ৩৯ লাখ ৮৬ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছেন।
শিরোনাম
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
- ১১ জনের খেলায় ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে বিশ্বরেকর্ড!
- কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল
- রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
- নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে
- ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
- ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
- গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ, দুর্ভিক্ষের আশঙ্কা
- হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন
- ইসরায়েলবিরোধী পোস্ট করলেই বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন
লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম রাজস্ব আদায়
রিটার্ন জমা দেননি ৬৫ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর