ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১৭তম আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাস্ট্রি ফেয়ার (আইপিএফ ২০২৫) শুরু হচ্ছে ১২ ফেব্রুয়ারি। চার দিনের প্রদর্শনীটিতে এবারও দেশ-বিদেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট খাতের সর্বশেষ প্রযুক্তি ও অত্যাধুনিক সব পণ্য প্রদর্শন করবে। সুবিশাল এ আয়োজনে প্লাস্টিক ও রাবার প্রক্রিয়াজাতকরণ মেশিনারি, আধুনিক প্রিন্টিং ও প্যাকেজিং প্রযুক্তি, লেবেল প্রিন্টিং, মোল্ড, কাঁচামাল ইত্যাদি উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নেবে। থাকবে ৮০০টিরও বেশি স্টল, যেখানে ১৮টি দেশ থেকে ৩৯০টিরও বেশি ব্র্যান্ড অংশ নেবে। চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, তুরস্ক, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের কোম্পানিগুলো তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করবে।
বাংলাদেশ প্লাস্টিকদ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) ও হংকংভিত্তিক প্রতিষ্ঠান ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং কোং লি. যৌথভাবে আয়োজনে করছে এ মেলাটি। বাংলাদেশের ক্রমবর্ধনশীল প্লাস্টিক ও প্যাকেজিং খাতে দ্রুতই বাড়ছে বিনিয়োগ ও কর্মসংস্থান, যেখানে সম্মিলিতভাবে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিপিজিএমইএর ২ হাজার চার শর বেশি সদস্য। দেশীয় ব্যবসায়ীদের মাঝে পরিবেশবান্ধব প্রযুক্তি ও আধুনিক মেশিনারির ব্যবহার বাড়ানো এই আয়োজনের একটি প্রধান লক্ষ্য। শুধু প্রদর্শনী নয়, প্লাস্টিক খাত নিয়ে আয়োজিত সেমিনার যেখানে টেকসই উৎপাদন, স্বয়ংক্রিয় প্রযুক্তি, নতুন উদ্ভাবন, বিশ্ববাজার ও বাংলাদেশের প্লাস্টিক খাত নিয়ে বিশদ ও তথ্যবহুল আলোচনা হবে। দর্শনার্থীদের জন্য প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এ প্রদর্শনীটি।
-বিজ্ঞপ্তি