বাংলাদেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল এভারকেয়ার হসপিটাল ঢাকা, সম্প্রতি বিশ্ব অ্যাজমা দিবস ২০২৫ উপলক্ষে ‘ব্রঙ্কিয়াল অ্যাজমা ব্যবস্থাপনায় অসুবিধাসমূহ’ বিষয়ের উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে অ্যাজমা চিকিৎসার সমস্যা দূরীকরণে এবং প্রমাণ-ভিত্তিক চিকিৎসা পদ্ধতি প্রচারের জন্য শীর্ষস্থানীয় রেস্পিরেটরি বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে এভারকেয়ার হসপিটাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিশেষজ্ঞদের একটি বিশিষ্ট প্যানেল উপস্থিত ছিলেন। যাদের মধ্যে ছিলেন সিনিয়র কনসালটেন্ট এবং কো-অর্ডিনেটর ডা. এসএম আবদুল্লাহ আল মামুন, সিনিয়র কনসালটেন্ট ডা. জিয়াউল হক, সভায় চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতাল ঢাকার রেস্পিরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. রৌশনি জাহান।
অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল, এনআইডিসিএইচ-এর সহকারী অধ্যাপক, রেস্পিরেটরি মেডিসিনের কোর্স কো-অর্ডিনেটর ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া। তার সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার মেডিকেল কলেজ, ঢাকার মেডিসিন বিভাগের অধ্যাপক এবং যুক্তরাজ্যের রয়্যাল কলেজে অফ ফিজিশিয়ান্সের বাংলাদেশের ফেডারেশন লিড অধ্যাপক ডা. কাজী তারিকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানটিতে এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. রত্নদীপ চাষ্কার উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই