চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার ঠাকুরদিঘি বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁরা সবাই ঢাকার উত্তরার বাসিন্দা।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকালে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাবা গোলাম সারওয়ার (৪৩) ও তার তিন বছরের মেয়ে মুসকান মারা যান। আহতরা হলেন সারওয়ারের স্ত্রী সালমা, তাঁদের ছেলে ইমতিয়াজ, সারওয়ারের সহকর্মী সাগর এবং চালক গিয়াস উদ্দিন। তাঁদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত দুটি গাড়িই জব্দ করা হয়েছে। চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মিরসরাই ফায়ার স্টেশনের টিম লিডার সহলাঞ্জো মারমা বলেন, কক্সবাজারমুখী কালো প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজু সিং জানান, গিয়াস উদ্দিন ও সাগরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সালমা ও ইমতিয়াজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রাখা হয়েছে।