বিএনপির সঙ্গে আজ আবারও সংলাপে বসছে জাতীয় ঐকমত্য কমিশন (এনসিসি)। বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
এর আগে বৃহস্পতিবার প্রথম ও রবিবার দ্বিতীয় দিনের মতো বিএনপির সঙ্গে সংলাপে বসলেও আলোচনা শেষ হয়নি। রবিবারের বৈঠকে এনসিসির সঙ্গে বেশ কয়েকটি বিষয়ে একমত ও দ্বিমতের তথ্য তুলে ধরা হয় দলটির পক্ষ থেকে। ওই দিন বলা হয়, রাষ্ট্রের নাম পরিবর্তনের কোনো যৌক্তিক কারণ নেই। এ ছাড়া টানা দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না- এ বিষয়ে বিএনপি একমত পোষণ করেছে। তবে একবার গ্যাপ দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে কোনো সমস্যা নেই বলেও অভিমত ব্যক্ত করেছে দলটি। অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট, রাষ্ট্রীয় নিরাপত্তাসংক্রান্ত বিল- এই চারটি ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা পাবেন- এমন প্রস্তাব করেছে বিএনপি। সংস্কার প্রস্তাবের সঙ্গে মত ও দ্বিমতের বিষয়ে পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি।
সংস্কার সুপারিশ চূড়ান্ত করতে জাতীয় ঐকমত্য কমিশন ২০ মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে এ সংলাপ শেষ হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।