চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীরেরখীল গ্রামে নুরুল ইসলাম তালুকদার (৭০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু হয়। নুরুল ইসলাম তালুকদার সরফভাটা
ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীরেরখীল গ্রামের ইন্নাল আমিন তালুকদারের ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা তার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করেছিল বলে অভিযোগ আছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার বলেন, মঙ্গলবার রাতে একদল দুর্বৃত্ত ওই ব্যবসায়ীর ওপর হামলা চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এদিকে গতকাল সন্ধ্যার পর যুবদল নেতা নাসির ইফতার করার পর মোটরবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিজের ডেইরি ফার্মে যাওয়ার পথে খুন হন। সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
তদন্ত করে বলা যাবে। আসামিদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।