টালিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার পা রাখলেন হিন্দি ধারাবাহিকের জগতে। সর্বভারতীয় এক জনপ্রিয় হিন্দি টেলিভিশন চ্যানেলের জন্য তিনি প্রযোজনা করছেন নতুন ধারাবাহিক ‘কভি নিম নিম কভি শহদ শহদ’।
সম্পর্কের টানাপোড়েন, আবেগ আর পারিবারিক দ্বন্দ্বকে ঘিরেই গড়ে উঠেছে এই ধারাবাহিকের কাহিনি। ইতোমধ্যে এর আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেছে। মুম্বাইয়ে আয়োজিত ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধারাবাহিকটির কলাকুশলীসহ স্বয়ং প্রসেনজিৎও।
এক সংবাদ সম্মেলনে প্রসেনজিৎ জানান, 'এই নতুন উদ্যোগ নিয়ে আমি খুবই খুশি। বাংলা প্রযোজক হিসেবে এর আগে কাজ করেছি, এবার মুম্বাইয়ের দর্শকদের জন্য কাজ করার সুযোগ পেলাম।'
তিনি আরও বলেন, 'ধারাবাহিকটির গল্প আবেগপ্রবণ ও সম্পর্কনির্ভর। আমি বিশ্বাস করি, এই গল্প দর্শকদের মন ছুঁয়ে যাবে।'
এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে থাকছেন হিন্দি নাটকের জনপ্রিয় কিছু অভিনেতা, যারা এরই মধ্যে শুটিং শুরু করেছেন। খুব শিগগিরই ধারাবাহিকটি দেখা যাবে টেলিভিশনের পর্দায়।
বিডি প্রতিদিন/মুসা