ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের পথে হাঁটছে সরকার। বিএনপি নেতাদের এমন আশ্বাসই দিয়েছেন প্রধান উপদেষ্টা। সোমবার বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে মিলিত হয়। দেড় ঘণ্টারও বেশি সময় তারা আলোচনা করে পরবর্তী জাতীয় নির্বাচন, নির্বাচনি রোডম্যাপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে। বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন, অতি দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে তাঁরা কাজ করছেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, এমন আশাবাদও ব্যক্ত করেছেন বিএনপি নেতারা। যার মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সাম্প্রতিক সময়ে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা বলেছেন বিএনপি নেতারা। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে যেসব ঘটনা ঘটেছে, তাতে দেশের পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। ফলে ফ্যাসিবাদীরা কথা বলার সুযোগ পাচ্ছে। বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে, প্রশাসনে স্বৈরাচারের যেসব দোসর এখনো বহাল তবিয়তে রয়েছে, তাদের সরিয়ে দিতে হবে। এমনকি যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অপকর্মে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। বিএনপির পক্ষ থেকে সরকারকে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি করা হয়। এ প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনি রোডম্যাপ ঘোষণার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক এবং নির্বাচন ও নির্বাচনি রোডম্যাপ সম্পর্কে দুপক্ষের অভিন্ন মনোভাব ফ্যাসিবাদবিরোধী ঐক্য জোরদারের ক্ষেত্রে অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষায় ঐকমত্যের বিকল্প নেই। পতিত সরকারের দোসররা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এটি খালি চোখেও অনুমান করা কঠিন কিছু নয়। তারা ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ভাঙন ধরানোর উসকানি দেওয়ারও চেষ্টা করছে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলে তা ফ্যাসিবাদের দোসরদের জন্য বড় আঘাত বলে বিবেচিত হবে। কারণ ফ্যাসিবাদের দোসরদের সিংহভাগই বিদেশে পলাতক। হত্যা ও লুটপাটের মামলা থাকায় তাদের পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই বললেই চলে। নির্বাচনের পর জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠিত হলে রাষ্ট্র সংস্কারের কাজ এগিয়ে নেওয়াও সহজতর হবে। গণতন্ত্র ও সুশাসনের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে দেশ।
শিরোনাম
- তাইওয়ান প্রণালীতে চীনা মহড়ায় নিরাপত্তাকে ‘ঝুঁকির’ মধ্যে ফেলেছে : যুক্তরাষ্ট্র
- দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তারেক রহমানের নেতৃত্বে : এ্যানি
- ঠাকুরগাঁও কারাগারে ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ওয়ানডে সিরিজেও কিউইদের কাছে পাকিস্তানের শোচনীয় পরাজয়
- সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গি সমস্যা উত্থিত হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা
- বাণিজ্য চুক্তি চূড়ান্তে বিমসটেক সদস্যদের সহযোগিতা চাইল বাংলাদেশ
- গাড়িতে হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে নিহত ১, আহত ২
- ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে পৃথক সংঘর্ষে আহত অন্তত ৪৫
- ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করতে হবে’
- দুই দিনেও মেরামত হয়নি খোলপেটুয়া নদীর বাঁধ, পানিবন্দি ১১ গ্রাম
- লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার
- বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
- ১২ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- পুতুল নাচের নামে অশ্লীলতা, গুঁড়িয়ে দিল প্রশাসন
- দর্শনীয় স্থান ঘুরে লালমাইয়ে বসুন্ধরা শুভসংঘের বন্ধুদের ঈদ আনন্দ
- চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না : তথ্য উপদেষ্টা
- মধ্যপ্রাচ্যে আরও রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব মানতে নারাজ রাশিয়া
- ঢাকার বাতাস আজ কতটা অস্বাস্থ্যকর?
- সিলেটে মধ্যরাতে বিএনপি-যুবদল সংঘর্ষ, আহত ১৫
ডিসেম্বরেই নির্বাচন
গণতন্ত্র ও সুশাসনের প্রত্যাশা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর