এক গ্রীষ্মকালে, একটি পিঁপড়া প্রতিদিন কঠোর পরিশ্রম করে খাবার সংগ্রহ করত এবং শীতের জন্য নিরাপদে জমা করত। তার বন্ধু, ঘাসফড়িং, অবশ্য হেসে বলল, ‘তুমি খুব বেশি কাজ কর! একটু বিশ্রাম নাও!’ ঘাসফড়িং সারা গ্রীষ্মকাল খেলাধুলা ও গান গেয়ে বেড়াল, কোনো প্রস্তুতি নিল না। কিন্তু যখন শীত এলো, ঘাসফড়িং ঠান্ডা ও ক্ষুধার্ত হয়ে পড়ল, যেখানে পিঁপড়া তার ঘরে খাবার নিয়ে আরামে ছিল।
গল্পের নীতি :
আগে থেকে পরিকল্পনা করো এবং প্রস্তুত থেকো। জীবন সব সময় সহজ হবে না, তাই যখন পারো নিজের প্রয়োজনগুলোর যত্ন নাও।