ষড়ঋতুর এ দেশ আমার
খুবই পরিপাটি
অনেক দামি অনেক খাঁটি
মাতৃভূমির মাটি।
প্রজাপতি গল্প বলে
ফুল কলিদের কাছে
নদ-নদী আর সবুজ পাহাড়
কোথায় এমন আছে?
গাছে গাছে পাখ-পাখালি
মধুর সুরে ডাকে
খুকুমণি রংতুলিতে
দেশের ছবি আঁকে।
জ্ঞানী-গুণীর এ দেশ সেরা
এ দেশ পেয়ে ধন্য
কত মানুষ শহীদ হলো
প্রিয় দেশের জন্য।