বান্দরবান জেলা পুলিশ লাইনে চারতলা ব্যারাক ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহননের চেষ্টা করা কনস্টেবল রাশেদুল ইসলাম (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ঘটনার দিন সন্ধ্যায় তিনি বান্দরবান পুলিশ লাইনের ছাদ থেকে লাফিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
বান্দরবানের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাউছার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, লাফিয়ে পড়ার সময় রাশেদুল ইসলামের দুই পায়ের গোড়ালি ভেঙে যায়। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং পুলিশ লাইনের হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন।
চিকিৎসকদের মতে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। নিহত কনস্টেবল রাশেদুল ইসলামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়।
বিডি প্রতিদিন/আশিক