নওগাঁর মান্দা উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সবরীতলা মোড় এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক সাজু মিয়া (৪০) মারা যান। রবিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু মিয়া গাইবান্ধা জেলার খোলাহাটি ইউনিয়নের মৃত আমির উদ্দীনের ছেলে। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে রাজশাহী থেকে নওগাঁগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১৪-৮৩৯১) সবরীতলা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমন্ত অবস্থায় পেছন থেকে অন্য একটি বালিবোঝাই গাড়িতে ধাক্কা দেন। এতে ট্রাকের সামনের অংশ চাপে দুমড়ে গিয়ে চালক আটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
তিনি আরও জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় চালককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক