ঝালকাঠিতে জেলা রোভার স্কাউটের ব্যবস্থাপনায় ৩৮৬তম রোভার স্কাউট লিডার বেসিক কোর্স শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝালকাঠি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে পাঁচ দিনব্যাপী এ কোর্সের উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি মো. আশরাফুর রহমান।
বেসিক কোর্সে প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সেশন নেন বাংলাদেশ স্কাউটের লিডার ট্রেনার গুঠিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ এসএম তাইজুল ইসলাম, লোহালিয়া মুক্ত রোভার স্কাউটের প্রফেসর আবুল কালাম আজাদ, বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ মাসুম বিল্লাহ (এএলটি), পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাকটর মো. মাহবুব আলম, ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাকটর প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, (সিএলটি), মাহিলাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কে এম শলিফুল কামাল (সিএলটি), ফুলতলা সরকারি মহিলা কলেজের শিক্ষক ফাতেমা তুজ জোহরা, বনশী আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক ফাতেমা বেগম, যশোর ক্যান্টনমেন্ট কলেজের সহকারী অধ্যাপক মো. জিয়াউল ইসলাম ও বরিশাল আনোয়ার উদ্দিন আলিম মাদ্রসার প্রভাষক মো. শান্ত ইসলাম।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঝালকাঠির জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ মাসুম ও যুগ্ম সম্পাদক সাউথ বেঙ্গল ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। প্রায় অর্ধশতাধিক কলেজ ও মাদ্রসা থেকে রোভার স্কাউট ওরিয়েন্টেশন কোর্স করা শিক্ষকরা এ বেসিক কোর্সে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই