সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) ভোরে বগুড়ার শাজাহান থানাধীন আড়িয়া বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারী দীর্ঘদিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন। তার নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি ওই নারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই ওই মহিলা মারা যান।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চালানো হচ্ছে এবং ডিএনএ প্রোফাইল সংরক্ষণের জন্য আবেদন করা হয়েছে।
তিনি আরও বলেন, "ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘাতক গাড়ি ও চালক শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন