ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত সবাই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।
আটকরা হলেন, সদর উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন ওরফে তমাল (২২), সদর উপজেলার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), ছাত্রলীগ নেতা মীর মারুফ, ছাত্রলীগ নেতা আমিনুর রহমান (২৪), গড়পাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪) ও ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮)।
এর আগে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছে মানবেন্দ্রের পরিবার। আগুনে তার একটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, নববর্ষে ঢাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।
এদিকে, আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরদর্শন করেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা ইয়াছমিন খাতুন।
অতিরিক্ত ডিআইজি বলেন, মানবেন্দ্র ও তার পরিবারের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ সহযোগিতা করা হয়েছে। পুড়ে যাওয়া ঘরটি নতুনভাবে তৈরির ব্যবস্থা করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ