মাহা সাংগ্রেং পোয়ে উপলক্ষে মিয়ানমারের রাখাইন রাজ্যজুড়ে উৎসব পালনের কারণে তাদের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি সীমান্ত দিয়ে ৭ দিন চোরাকারবার বন্ধ ঘোষণা করে। গত রবিবার সকালে এ ঘোষণার পর সীমান্তের সব চোরাকারবার থেমে যায়।
এরই মধ্যে সোমবার ( ১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় ১০ হাজার ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক করে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আটককৃতরা হলেন মংছেন মার্মা ( ২৫) ও জুমিউছেন মার্মা (১৯)।
অধিদপ্তরের উপ-পরিচালক সানোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় সোনাইছড়ির ঘুনগাছ (শিশুগাছ) তলা নামক এলাকার জমিউছিন মার্মার বাড়ি থেকে এসব জব্দ করা হয়।
মাদকদ্রব্য অধিদপ্তরের ইয়াবা আটকের বিষয়টি নিশ্চিত করে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল ইসলাম জানান, ইয়াবাসহ দুই পাচারকারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ