বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে কুয়াকাটা সমুদ্রসৈকতে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। তবে এ উৎসবকে ব্যতিক্রমী করে তোলে একটি বিশেষ কর্মসূচি—পর্যটন নগরী কুয়াকাটায় খাল পরিষ্কার ও পরিবেশ রক্ষায় সক্রিয় হন স্বেচ্ছাসেবীরা।
সোমবার (১৪ এপ্রিল) সকালে কুয়াকাটা পৌরসভা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে খালের বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু হয়। এতে অংশ নেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
পরিবেশ রক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশকর্মীরা। জানা গেছে, মৃতপ্রায় খালটি বাঁচাতে এখন থেকে প্রতিদিন নির্ধারিত সময় ধরে চলবে পরিচ্ছন্ন কার্যক্রম। ইতোমধ্যে আরও ছয়টি স্বেচ্ছাসেবী সংগঠন এই উদ্যোগে যুক্ত হওয়ার কথা নিশ্চিত হয়েছে।
কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, খালটি মূলত কুয়াকাটা পৌরসভার পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ মাধ্যম। একে দৃষ্টিনন্দন করে পর্যটকদের জন্য আকর্ষণীয় করতে পৌরসভাকে সর্বাত্মক সহযোগিতা করবেন তারা।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, 'পর্যটকদের জন্য খালটি আকর্ষণীয় করতে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। গত ৮ এপ্রিল জেলা প্রশাসক এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।'
তিনি আরও জানান, খালটি পুনরুদ্ধারে কুয়াকাটা পৌরসভার নেতৃত্বে এবং পৌরবাসীর সহায়তায় কার্যক্রম চলমান থাকবে। খননের মাধ্যমে খালটি রক্ষা করে ভ্রমণ উপযোগী ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
পর্যটননির্ভর শহর কুয়াকাটায় নববর্ষের উৎসবের পাশাপাশি পরিবেশ সচেতনতামূলক এমন পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা।
বিডি প্রতিদিন/মুসা