গত বছরের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গুলিতে নিহত চার ও আহত ২০ পরিবারসহ অসুস্থ যুবদল নেতার পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো ঈদুল ফিতরের উপহার ও আর্থিক সহায়তা পৌঁছে দিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের সানাউল্লাহর ছেলে নিহত মোঃ মেহেদী হাসান, সালেহ আহম্মেদের ছেলে মোঃ ইমরান হোসেন, পৌর বালুয়া দিঘীরপাড় এলাকার মোঃ ইয়াসিন মিয়ার ছেলে জনি ও উপজেলার জামপুর এলাকার হাসান আহমেদের ছেলে বিল্লাল হোসেনসহ আহত ২০ পরিবারের মাঝে আজহারুল ইসলাম মান্নান স্বশরীরে আমরা বিএনপি পরিবারের হয়ে তারেক রহমানের দেয়া আর্থিক অনুদান ও ঈদ উপহার পৌঁছে দেন। এছাড়াও উপজেলার সনমান্দী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি দীর্ঘদিন অসুস্থ খলিলুর রহমানের বাড়িতে তারেক রহমানের দেয়া নগদ অর্থ ও ঈদ উপহার নিয়ে যান।
আর্থিক অনুদান ও ঈদ উপহার পৌঁছে দিয়ে আজহারুল ইসলাম মান্নান বলেন, আপনাদের সবার তথ্যই আমাদের নেতা তারেক রহমানের কাছে আছে। আজ নেতার পাঠানো এই সামান্য উপহার পৌঁছে দিয়ে আমরা ও আমাদের দল গর্বিত। ভবিষ্যতে যদি বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে আমাদের নেতা তারেক রহমান সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।
আর্থিক অনুদান ও ঈদ উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের সফলতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপি নেতা বি এম ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রুবেল হোসাইন, জেলা কৃষকদলের সহ-সভাপতি সেলিম হোসেন দিপু, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফ হোসেন, উপজেলা যুবদল নেতা মাসুম বিল্লাহ ও আমিনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/এএ