গাজীপুরের শ্রীপুরে একটি পরিবারের আট সদস্যই দৃষ্টিপ্রতিবন্ধী। অন্যের সহায়তায় কোনও রকমে চলে তাদের সংসার। পরিবারে উপার্জনক্ষম কেউ না থাকায় তাদের দিন কাটে চরম কষ্টে। এবারের ঈদ উদযাপন নিয়েও তাদের মধ্যে ছিল চরম অনিশ্চয়তা।
এমন অসহায় অবস্থার কথা শুনে বিএনপি নেতা অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন। এ সহায়তার মধ্যে ছিল খাদ্যসামগ্রী ও পোশাক।
শুক্রবার (২৯ মার্চ) সকালে শ্রীপুর পৌরসভার উজিলাব হলাটিরচালা এলাকায় ওই পরিবারটির বাড়িতে গিয়ে ঈদ সামগ্রী তুলে দেন কেন্দ্রীয় বিএনপি'র সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
এসময় অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের পক্ষ থেকে অসহায় ও স্বল্প আয়ের মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আমরা চাই, সবাই মিলে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুক। তাই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এসব সহায়তা দেওয়া হচ্ছে। এ পরিবারের সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক সভাপতি সাংবাদিক মাহফুল হাসান হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান নয়ন, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জহিরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ