কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও অস্ত্র তৈরির অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের মালেক পাড়া এলাকার সাইফুল ইসলামের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি অভিযানে অংশ নেওয়া টিম।
জানা গেছে, ১১ একর লবণমাঠের দখল নিতে গত সোমবার সকালে উজানটিয়ার রুপালী বাজার এলাকায় ২০-২৫ জনের একদল অস্ত্রধারী খুইল্যা মিয়া, কালা মিয়া গংদের বাড়িতে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন নারী-পুরুষসহ অন্তত ১৬ জন। এমনকি, তাঁরা একটি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। মালেক পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে সাইফুল ইসলামের নেতৃত্বে ওইদিন নিরস্ত্র লোকজনের উপর গুলি করা হয়। স্থানীরা দাবি করেছেন, তারা অন্তত ১৫ রাউন্ড গুলি ছোঁড়ে।
এদিকে, অস্ত্রধারীরা গুলিছোঁড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি লোকজনকে লক্ষ্য করে পরপর গুলি ছুঁড়ছেন।
পেকুয়া থানাসূত্রে জানা গেছে, রুপালী বাজার এলাকায় গুলি করে আহত করার ঘটনায় ১৪ জনকে আসামি করে ওইদিন রাতেই নুরুন্নবীর ছেলে ইসমাঈল বাদী হয়ে পেকুয়া থানায় মামলা রুজু করেছেন। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ১০-১২ জন। মামলায় সাইফুল ইসলাম ৪ নম্বর আসামি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, যৌথ বাহিনীর অভিযানে মালেক পাড়া সাইফুল ইসলামের বাড়ি থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে মামলা করবে।
বিডি প্রতিদিন/আশিক