ঝিনাইদহে সাংবাদিকদের সম্মানে ইসলামী ছাত্রশিবির ইফতার মাহফিলের আয়োজন করেছে। অনুষ্ঠানে ঝিনাইদহে কর্মরত সরকারি, বেসরকারি টেলিভিশন, জাতীয় দৈনিক ও সংবাদ সংস্থার প্রতিনিধি এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২৫ মার্চ) ঝিনাইদহ শহর শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি মেহেদী হাসান রাজুর সভাপতিত্বে এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ শহর শাখার সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের আমির এ্যাডভোকেট ইসমাইল হোসেন, শিবিরের জেলা শাখার সভাপতি আরিফ হুসাইন সহ সাংবাদিক নেতৃবৃন্দ।
শহর শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিমল সাহা, আলাউদ্দিন আজাদ, এম রায়হান, সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জোয়ার্দার, বাংলাদেশ প্রতিদিন এবং নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের শেখ রুহুল আমিন, মাহমুদ হাসান টিপু, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক