২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ফেনীতে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ফেনী সরকারি কলেজ বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন।
শ্রদ্ধাঞ্জলি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/আশিক