ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও দুই নারীসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুরে উপজেলার সিংনগর হালদারপাড়া গ্রামের বাঁশঝাড় ও বাঘাডাঙ্গা বাজারপাড়া কাঁচা রাস্তায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় ফেনসিডিল পাচার ও অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করে। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক
৫৮ বিজিবির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টারমাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।