পরশুরামে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্টজন এবং হাফেজ ও আলেমদের সম্মানে জামায়াতে ইসলামী-এর উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলার আমির মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, ফেনী জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট এমদাদ হোসাইন, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম. এ. হাসান, সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিন, বক্সমাহমুদ ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন বাদশা, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল হাই, উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ও শ্রী মা মাতঙ্গী দেবী মন্দির কমিটির সাধারণ সম্পাদক নীতিশ চন্দ্র সাহা।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, সুবার বাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছাদেক, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. ইমরান হোসেন, মির্জানগর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা শামছুল আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমির এয়াকুব মজুমদার, উপজেলা সেক্রেটারি মাওলানা মাইনুল করিম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল করিম চৌধুরীসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও প্রশাসনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুবার বাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছাদেক।
বিডি প্রতিদিন/আশিক