ফেনী জেলা শাখার দৃষ্টি প্রতিবন্ধী ক্ষুধা নিবারণ সমিতি-এর উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) শহরের সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মাহফিলে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মানে ইফতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মনজুরুল হাসান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, কানাডা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফএম হুমায়ুন কবির পাটোয়ারী, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সৌদি পূর্ব অঞ্চল বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন রতন এবং সুইড বাংলাদেশের সভাপতি সুমির চন্দ্র কর।
এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক