আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে গোপালগঞ্জে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন সকাল সাড়ে ১০টায় ৭১-এর বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।
পরে সেখানে শহিদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম, রকিবুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া এদিন শহীদদের আত্মার মাগফিরাত কামনায় জেলাব্যাপী বিভিন্ন উপসনালয়ে দোয়া-মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
এ ছাড়া রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ পর্যন্ত এক মিনিট প্রতীকী ব্লাক আউট পালন করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ