শরীয়তপুরে নড়িয়ায় পারিবারিক কলহের জেরে বাবা মকবুল মোল্লাকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে ছেলে রুবেল মোল্লা (৩৩)। পরে স্থানীয় ফসলের মাঠ থেকে ঘাতক ছেলে রুবেল মোল্লার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা বাবাকে কুপিয়ে হত্যার পরে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পরে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছেলের মৃত্যু হয়েছে।
আজ রবিবার ইফতারের পরে উপজেলার মুলপাড়া চেরাগ আলী বেপারী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইফতারের পর পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে রুবেল মোল্লা তার বাবা মকবুল হোসেন মোল্লাকে কুপিয়ে আহত করেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে বাবার পরে ঘাতক ছেলের লাশ একটি ফসলের মাঠ থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে ছেলে রুবের মোল্লার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানে হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা জানায়, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছে বাবাকে হত্যা করার পর পালিয়ে যাওয়ার সময় ফসলের মাঠে পড়ে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছেলের মৃত্যু হতে পারে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা