বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেছেন, ‘লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে। কারণ লিঙ্গভিত্তিক সহিংসতা বাড়লে, এইচআইভি তথা এইডস ছড়ানোর ঝুঁকি বেড়ে যাবে।’
আজ রবিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের লিঙ্গ ভিত্তিক সহিংসতা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসপাতালের মেডিসিন সেমিনার কক্ষে অনুষ্ঠিত ওই কর্মশালায় পরিচালক আরও বলে, জোরপূর্বক যৌন সম্পর্ক, অন্যায়ভাবে বিকৃত যৌনাচরণ, বলপূর্বক দলীয় যৌন সম্পর্কের কারণে ছড়াতে পারে যৌনরোগ। পরবর্তীতে বেড়ে যায় এইচআইভি/এইডসের সম্ভাবনা। তাই সকলকে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস ও এসপিডি কন্ট্রোল প্রোগ্রাম এর উদ্যোগে আয়োজিত সভাপতিত্ব করেন জাতীয় এইডস ও এসপিডি কন্ট্রোল প্রোগ্রাম এর ডেপুটি প্রোগাম ম্যানেজার ডা. ফাইজা মুকাররামা। বক্তব্য রাখেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. এ জেডএম ইমরুল কায়েস, বরিশাল সিভিল সার্জন ডা. এসএম মনজুর ই এলাহি ও শেবাচিম হাসপাতাল শাখার সেন্টার ম্যানেজার ডা. নওমি আফরিন।
বিডি প্রতিদিন/জামশেদ