কক্সবাজারে যাত্রীবেশী ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোস্তফা (৩০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাতে কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজারের শুক্কুর সওদাগরের ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা রামু উপজেলার কলঘর এলাকার জাফর আলমের ছেলে। তার দুইটি মেয়ে ও একটি ছেলে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাচালক মোস্তফা ভাড়া নিয়ে কক্সবাজার সদরের বাংলাবাজার গোলার পাড়া এলাকায় যাওয়ার পথে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের হাতে ছুরিকাহত হন। পরে ছিনতাইকারীরা তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এসময় তার আর্তচিৎকারে পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে রাত দুইটার দিকে মোস্তফার মৃত্যু হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম