বাংলাদেশ প্রতিদিন ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে মাগুরা শহরের একটি মাদরাসায় ইফতার পার্টির আয়োজন করা হয়। এ সময় মাদরাসার হুজুর মওলানা নুরুদ্দিনের নেতৃত্বে রোজাদারদের সাথে স্থানীয় সাংবাদিকরা ইফতারে অংশ নেন।
মহিলা কলেজ রোডে অবস্থিত মাদরাসায় ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা জানান, বাংলাদেশ প্রতিদিনের অগ্রযাত্রা যেন আরও সুন্দর ও সহজ হয়। বাংলাদেশ প্রতিদিনের প্রতিটি পাতায় বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, সমস্যা ও সমাধান নিয়ে ক্ষুরধার লেখা অব্যাহত থাকবে এই আশা ব্যক্ত করেন। পাশাপাশি ১৬তম বর্ষে পদার্পণ করায় শুভেচ্ছা জানানো হয়।
বিডি প্রতিদিন/জামশেদ