গত ১৫ ই মার্চ (শনিবার) সিডনিতে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি তাদের একাডেমির হল রুমে হোলি কিংবা বসন্ত উৎসবের আয়োজন করে। একাডেমির কর্ণধার রাজেশ ও মৌসুমী সাহা দীর্ঘদিন ধরে এ উৎসবটি পালন করে আসছেন। জাতি ধর্ম গোত্র সম্প্রদায় নির্বিশেষে সবাই এ উৎসবে সামিল হয়।
দুপুরে নৃত্যাঞ্জলির গোপীনিরা ধর্মীয় পর্ব সম্পন্ন করেন। বিকেলে শুরু হয় রং এর মেলা। আগত অতিথিরা একে অপরকে রং দিয়ে তাদের মুখমন্ডল রন্জিত করে। ছিলো পিচকিরি দিয়ে রঙের খেলা। এরপর গোপিনীরা হোলির গানের সাথে হোলিনৃত্য পরিবেশন করেন।
সাংস্কৃতিক পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনা করেন সংগঠনের উপদেষ্টা রতন কুন্ডু। অনুষ্ঠানে স্বাগত সংগীত পরিবেশন করেন নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির প্রান পুরুষ রাজেশ সাহা। নৃত্য পরিবেশন করে ছোট্ট সোনামনি শুদ্ধ স্বরধ্বনি, এরপর নৃত্য পরিবেশন করেন নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির কর্ণধার মৌসুমী সাহা ও আরাধ্যা দেব। সংগীত পরিবেশন করেন নিলুফা ইয়াসমিন, জ্যোতি বিশ্বাস, ঝুটন আচার্যি, শংকর দাস, অনুলেখা পন্ডিতসহ অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিরা। স্বরচিত কবিতা আবৃত্তি করেন ঐকতান অস্ট্রেলিয়ার কর্ণধার দেবী সাহা।
অপরাহ্নে ঐতিহ্যবাহী ঘোল, কেক ও মিষ্টান্নের সাথে জলযোগের ব্যবস্থা ছিলো। বিকেলে রোজদারদের জন্য ছিলো পানীয় ফলাহারসহ হরেক রকম ইফতারির ব্যবস্থা। রাতে অতিথিদের জন্য ছিলো অষ্টপদী নৈশভোজের ব্যবস্থা।
বিডি প্রতিদিন/এএ