বগুড়ায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বগুড়া এর কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ, এস, এম তাসকিনুল হক। তিনি মামলা জট নিরসন ও দ্রুত ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতের জন্য ম্যাজিস্ট্রেট, পুলিশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান ও প্রতিনিধিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কী-নোট উপস্থাপনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফসান ইলাহি ম্যাজিস্ট্রেসি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন স্টেক-হোল্ডারদের ত্রুটি বিচ্যুতি সমূহ তুলে ধরেন। উম্মুক্ত আলোচনায় বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ স্বতস্ফূর্তভাবে বাস্তবিক সমস্যাগুলো উপস্থাপন করেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের ফোকাল পার্সন সাদিয়া আফসানা রিমার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল বারী, পুলিশ সুপার জেদান আল মুসা।
কনফারেন্সে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দিকা ও মো. মেহেদী হাসান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. লোকমান হাকিম ও শারমিন খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন, বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারগণ, জেল সুপারের প্রতিনিধি, কোর্ট ইনস্পেক্টর, বগুড়ার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ