মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার আরএমসি মাঠে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশগ্রহণ করে, গোপালনগর স্পোর্টিং ক্লাব ও আব্দুল্লাহপুর তেতুলতলা স্পোর্টিং ক্লাব।
পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুল ফকির, মিরাকাদিম পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মফিজুল ইসলাম যাদু, পঞ্চসার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, মিরকাদিম পৌর বিএনপির সহ-সভাপতি, তাজেদুল ইসলাম, সমাজ সেবক মো. ওসমান গনি সুমন, মিরকাদিম পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল, সমাজ সেবক আলহাজ্ব মো. হানিফ, পঞ্চসার ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. আয়েত আলি দেওয়ান, মিরকাদিম পৌর বিএনপি সহ-সভাপতি মরতুজ আলী হিরা, ব্যবসায়ী হাজী মো. নাছির উদ্দিনসহ প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন পৌরসভার এককালের জাতীয় দলের সাবেক খেলোয়াড় রকিবুল্লা দেওয়ান, মোহর চাঁদ, অপু, ক্রীড়া সংগঠক রাজা মিয়া, আব্দুল হালিম, ব্যবসায়ী বশির আহম্মেদ, ব্যবসায়ী আলামিন, মহাসিন হোসেন। ধারাভাষ্য পরিচালনা করেন জসিম উদ্দিন।
খেলা পরিচালনা করেন রেফারি দেলোয়ার হোসেন, সহকারী রেফারি রফিকুল রাফি ও শাহিন। খেলাটি নির্দিষ্ট সময় গোলশূন্যভাবে শেষ হয় এবং ট্রাইবেকারে আব্দুল্লাহপুর তেতুলতলা স্পোর্টিং ক্লাব বিজয় হয়।
বিডি প্রতিদিন/জামশেদ