গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্যকেন্দ্র পুনরুজ্জীবিত করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা প্রসাসক কার্যালয়ের সামনে রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্র পুনরুজ্জীবিত করণ কমিটির ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ডা. আব্দুর রউফ সরকার, রোকন উদ-দৌলা, পাপুল রানা ও সবুজ মিয়া প্রমুখ।
রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রটি পুনরায় চালুর দাবি জানিয়ে বক্তারা বলেন, প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা বিপুল সংখ্যক গরিব রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। বর্তমানে হাসপাতালটিতে স্থায়ী ও ডেপুটেশনে ৬ থেকে ৭ জন স্টাফ কর্মরত থাকলেও নষ্ট হয়ে যাচ্ছে হাসপাতালের মূল্যবান যন্ত্রপাতি। এমনকি কোটি কোটি টাকায় নির্মিত স্টাফ কোয়ার্টারের অবকাঠামোগুলো অযত্নে অবহেলায় জরাজীর্ণ। ফলে জৌলুস হারানো অন্ধকারে জনশূন্য হাসপাতালে ভবন ও চত্বরে অসামাজিক কার্যকলাপসহ মাদক কারবারিদের আড্ডাখানায় পরিণত হয়েছে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এমআই