নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিকশিত নারী সংঘ এর একযুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও বিকশিত নারীদের মধ্যে সম্মাননা স্মারক ২০২৫ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিকশিত নারী সংঘ এর পক্ষ থেকে বিকশিত নারীদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।
বিকশিত নারী সংঘ এর সভাপতি তৌফিকা সাহেদ এর সভাপতিত্বে, সংগঠক ও ব্যবসায়ী মাসুদ রানা এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের বিচারপতি জয়নুল আবেদীন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর অতিরিক্ত পরিচালক মোঃ নুরে আলম সিদ্দিকী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সোনারগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু ও আশরাফ মোল্লা প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক