ফেনীর সোনাগাজীতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের চৌরাস্তায় মোড়ে বাবুল সদাওগরের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় আইভি গ্রুপ ও শুক্কুর (এক সময়ের ডাকাত সর্দার শুক্কুর) গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে বাবুল সওদাগরের দোকানে অবস্থান করছিল আব্দুল শুক্কুরের ছেলে আজাদ। এসময় ৮টি মোটরসাইকেলযোগে সাইদ হোসেন আইভির নেতৃত্বে ২০-২৫ জন ধারালো অস্ত্র, লোহার রড, বাঁশ নিয়ে বাবুলের দোকানে ঢুকে আজাদকে এলোপাতাড়ি মারধর করে এবং কুপিয়ে জখম করে।
দোকানদার বাবুল ও আজাদের চিৎকারে তার ভাই সুজন ও মা সালমা খাতুনসহ শুক্কুর গ্রুপের লোকজন এগিয়ে আসলে সংঘর্ষে রূপ নেয়। এসময় আইভি গ্রুপের লোকজন শুক্কুর গ্রুপকে বেধড়ক পিটিয়ে আহত করে। আহতের সংখ্যায় শুক্কুর গ্রুপে আধিক্য বেশি হলেও আইভি গ্রুপের তৌহিদুল ইসলাম শিপন ও নুর করিম সোহাগসহ ৭/৮ জন গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা জানান, ৫ আগস্ট পরবর্তী চর খোন্দকার এলাকাসহ চরাঞ্চলে উভয় গ্রুপ সক্রিয়ভাবে মৎস্য প্রকল্প দখল, মাটি কাটা, স্কেভেটর ব্যবসা এবং চর দখল করে নতুনভাবে প্রকল্প তৈরিতে প্রতিযোগিতা করছে। ফলে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দিনদিন বেড়ে চলছে।
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল থানায় আনা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই