ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানাধীন আশুগঞ্জের তালশহরের নাওঘাট রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সুব্রত বিশ্বাস জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানাধীন তালশহর এলাকায় নাওঘাট রেললাইনে অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ মারা যায়৷ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ওই বৃদ্ধের লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
বিডি প্রতিদিন/মুসা