যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এসব কর্মসূচি পৃথকভাবে পালন করেন তারা। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকালে প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
শুক্রবার প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক হোসনা আফরোজার নেতৃত্বে জেলা প্রশাসন শহিদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। এরপর জেলা পুলিশ সুপার জেদান আল মুসাসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া হাইওয়ে পুলিশ, বগুড়া পৌরসভা, প্রাণী সম্পদ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, জেলা পরিষদ, সড়ক বিভাগ, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা খাদ্য বিভাগ, এলজিইডিসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করে।
সকালে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে শহিদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।
পর্যায়ক্রমে জেলার বেসরকারি প্রতিষ্ঠান বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শ্রদ্ধা জানায়। এদিন শহীদদের স্মরণে বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও সকাল থেকে বগুড়ায় শহীদ মিনারকে ঘিরে জাসাস আয়োজিত বইমেলাতেও ছিল পাঠকদের বেশ ভিড় এবং উৎসবমুখর পরিবেশ। দিনব্যাপী বিভিন্ন সরকারি দফতর ও সামাজিক সংগঠনগুলোর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে, একুশের প্রথম প্রহর থেকেই বিভিন্ন বয়সের মানুষের ঢল নামে বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে। তারা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য টহল দিতে দেখা গেছে।
বিডি প্রতিদিন/নাজিম