চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উদ্বোধন করা হয়েছে। মেলা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ। অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) দেবাশীষ কুমার দাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান। মেলায় সদর উপজেলা বিভিন্ন গ্রামের সফল চাষীদের ১৪টি স্টল স্থান পেয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিবিদ মাসুদুর রহমান সরকার বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির উপর নির্ভরশীল। এজন্য প্রান্তিক চাষীদের কাছে আধুনিক কৃষি যন্ত্রপাতির পরিচয় ঘটানোর লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ