গাছ কাটাকে কেন্দ্র করে দিনাজপুরের বোচাগঞ্জে নিজের আপন ভাতিজা ওয়াদুদের লাঠির আঘাতে চাচা আব্দুল জব্বারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে কাহারোল উপজেলার জোতমুকুন্দপুর গ্রামে একটি ছোট গাছ কাটাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বার (৫৭) একই এলাকার মৃত বেসারত আলীর ছেলে।
নিহতের পরিবার জানায়, মঙ্গলবার বিকাল ৪টার দিকে কাহারোল উপজেলার জোতমুকুন্দপুর গ্রামের মৃত ইউনুস আলীর পুত্র ওয়াদুদ একটি ছোট গাছ কাটাকে কেন্দ্র করে তার আপন চাচা আব্দুল জব্বারকে (৫৭) লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোচাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. হাসান জাহিদ সরকার জানান, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক