মাঘের শেষভাগে এসে শৈত্যপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গাবাসী। শনিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে শীতে কাবু হয়েছে জেলার নিম্ন আয়ের মানুষ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শুক্রবার ও শনিবার জেলার তাপমাত্রা অনেকটা কমে যায়। শুক্রবার জেলার সবনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ও শনিবার ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফেরে জনজীবনে।
চুয়াডাঙ্গা বড় বাজার এলাকায় কথা হয় ভ্যানচালক আনছার আলীর সাথে। তিনি বলেন, শীতের শেষে এসেও ঠাণ্ডার কষ্ট জানান দিয়ে যাচ্ছে। এতে তাদের মতো শ্রমজীবীরা বিপাকে পড়ছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, আগামী ২/৩ তিন শীতের তীব্রতা থাকবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়বে।
বিডি প্রতিদিন/নাজমুল