চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি। বৃহস্পতিবার রাতে জামায়াতের আলুকদিয়া ইউনিয়ন কার্যালয় উদ্বোধনকালে জেলা আমির রুহুল আমিন এ তথ্য দেন।
জামায়াত আমির বলেন, জেলা কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ও কেন্দ্রীয় অনুমোদন সাপেক্ষে মাসুদ পারভেজকে এ আসনের প্রার্থী নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর সদর উপজেলার হাতিকাটা মোড়ে আলুকদিয়া ইউনিয়ন জামায়াতের কার্যালয় উদ্বোধন করা হয়। জামায়াতের সদর উপজেলা সেক্রেটারি গোলাম রসুলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলুকদিয়া ইউনিয়ন জামায়াত আমির মোমিন উদ্দিন।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা-২ আসনে পূর্ব নির্ধারিত প্রার্থী হিসেবে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিডি প্রতিদিন/এএ