‘এক ভূবন এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় বিশ্ব ইশারা ভাষা দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন চত্বরে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।
শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৫৬টি হুইল চেয়ার, ৭টি ট্রাইসাইকেল, ২টি কর্ণার চেয়ার, ২টি ওয়াকার, ১টি টয়লেট চেয়ার, ৪টি ক্রাচ ও ৩টি এলবো ক্রাচ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল