জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা ভোগ করছে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুযাযযম হোসাইন হেলাল। তিনি বলেন, এর আগে দেশ একটি অবরুদ্ধ কারাগার ছিল। যে কারাগার ভেঙে ফ্যাসিস্টদের পালিয়ে যেতে বাধ্য করেছে এ দেশের ছাত্র জনতা। আন্দোলনে দেড় হাজার শহীদ হয়েছেন বলে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
বুধবার বরিশাল প্রেসক্লাবে মহানগর জামায়াতের আয়োজনে জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১০ খণ্ডে সংকলিত ২৫০০ পৃষ্ঠার এ শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধ দ্বিতীয় স্বাধীনতা যুগান্তকারী একটি ঘটনা। স্মারকে ৭১৭ জন শহীদের ইতিহাস লেখা আছে, আরও ৯৩ জন যুক্ত করা হবে। তবে এখন পর্যন্ত যা আছে তাতে বরিশাল বিভাগের ১৪১ জনের নাম রয়েছে স্মারক স্মরণিকায়।
ঢাকার জাতীয় প্রেসক্লাব থেকে বরিশালের এ অনুষ্ঠানে লাইভে যুক্ত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরের আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কর্মপরিষদের সদস্য আমিনুল ইসলাম খসরু, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল