উদ্যোক্তা জীবনে বিশেষ অবদান রাখায় চুয়াডাঙ্গায় ১৫ নারীকে ‘অদ্বিতীয়া নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড- ২০২৫’ প্রদান করা হয়েছে। শনিবার বিকালে চুয়াডাঙ্গার দর্শনা কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় উদ্যোক্তা কেন্দ্র ও জাহানারা যুব মহিলা সংস্থার আয়োজনে পাঁচটি বিষয়ে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে সফল আত্মকর্মী বিভাগে হেলেনা আক্তার কামনা ও নাজমা মিনু, সমাজসেবা ও সামাজিক অন্তর্ভুক্তি বিভাগে লিজা হোসাইন ও নুসরাত জাহার রোজা, দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়ন বিভাগে শিরিন সুলতানা, চুমকি খাতুন, জান্নাতুল ফেরদৌস ও আজমিরা খাতুন, নারী কল্যাণ বিভাগে ফারহানা আফরোজ, নাহিদা খাতুন ও মোছা. আরিফুন্নেছা, বিউটিফিকেশন ও প্রশিক্ষক বিভাগে রোজিনা আক্তার, মুন্নি আক্তার, সালমা পারভীন ও সুজাতা রহমানকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহানারা যুব মহিলা সংস্থার পরিচালক জাহানারা খাতুন। প্রধান অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদ ও চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর। অনুষ্ঠানটি পরিচালনা করেন খুলনার যুব কাউন্সিলর ও অপরাজিতা যুব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক অনুপ কুমার মন্ডল এবং মাগুরার যুব কাউন্সিলর ও গৃহগ্রাম যুব সংগঠনের সভাপতি মুজিবুর রহমান।
বিডি প্রতিদিন/হিমেল