সেরা গবেষক হিসেবে চারজন শিক্ষককে পুরস্কৃত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা সেল। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে রিসার্চ এন্ড পাবলিকেশন সেলের উদ্যোগে এই পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও দুইদিন ব্যাপী গবেষণা কর্মশালার উদ্বোধন করা হয়।
মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর হোসেন এবং লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা সেলের পরিচালক চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
২০২৩ সালের সেরা গবেষক হিসেবে চারটি গবেষণাই Q1 জার্নালে প্রকাশিত হয়েছে। সেরা এই চারজন শিক্ষক হলেন, চবির মার্কটিং বিভাগের প্রফেসর ড. ফুয়াদ হাসান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. মোরশেদুল হক, রসায়ন বিভাগের প্রফেসর ড. ফয়সাল ইসলাম চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, বিশ্ববিদ্যালয় একটি জ্ঞানের উচ্চতর বিদ্যাপিঠ এবং রিসার্চ ইনস্টিটিউশন। পলিটিক্যাল ফেভার যদি বেশি হয় আর একাডেমিক ফেভার যদি কম হয় তাহলে একটি জাতি অগ্রসর হতে পারে না। বাংলাদেশের বাইরের বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশোনার পরিবেশ ও শৃঙ্খলা অনেক উন্নত। আজকে বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের প্রতি অভিনন্দন রইল। কিভাবে একটা বিশ্ববিদ্যালয় কে দখলদারিত্ব ও মাদকমুক্ত করে একাডেমিক ডিসিপ্লিনে নিয়ে আসা যায় তা নিয়ে আমি গবেষণা করছি।
বিডি প্রতিদিন/এএ